ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলা-দিল্লি রাজধানী এক্সপ্রেসের যাত্রার দিন ঘোষণা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আগরতলা-দিল্লি রাজধানী এক্সপ্রেসের যাত্রার দিন ঘোষণা  আগরতলা- দিল্লি রাজধানী এক্সপ্রেস

আগরতলা: অবশেষে আগরতলা- দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রার দিন ঘোষণা করলো উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তরফে এই ঘোষণা দেওয়া হয়।

আগামী ২৮ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১টায় প্রথমবারের মতো আগরতলা থেকে দিল্লির উদ্যেশে যাত্রা শুরু করবে ভারতের দ্রুতগামী ও বিলাসবহুল ট্রেনটি।

এদিন আগরতলা স্টেশনে ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত সরকারের রেলমন্ত্রী রাজেন গোহাই, ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়, ত্রিপুরা সরকারের পরিবহন দফতরের মন্ত্রী মানিক দে, ত্রিপুরা সরকারের পূর্ত দফতরের মন্ত্রী বাদল চৌধুরী, ত্রিপুরা রাজ্যের তিন সাংসদ জীতেন্দ্র চৌধুরী, শঙ্কর প্রাসাদ দত্ত ও ঝর্ণা দাশবৈদ্য, স্থানীয় বিধায়ক দিলীপ সরকার, রেলওয়ের কর্মকর্তারা প্রমুখ।
 
এই অনুষ্ঠানে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অংশ নিতে পারেন বলে বিশেষ সূত্রের জানা গেছে। তবে এই বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।  

রাজধানী এক্সপ্রেস চালু হওয়ার খবর শুনে এখন ত্রিপুরাবাসীর মধ্যে বইছে খুশির বন্যা।  

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসসিএন/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।