ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

সীমান্ত হাটে উভয় দেশের মানুষ লাভবান হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
সীমান্ত হাটে উভয় দেশের মানুষ লাভবান হচ্ছে সীমান্ত হাটে উভয় দেশের মানুষ লাভবান হচ্ছে

আগরতলা: ত্রিপুরা রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে একাধিক সীমান্ত হাঁট চালু হওয়ায় উভয় দেশের নাগরিকের উপকার হচ্ছে। অর্থনৈতিকভাবে তারা সবাই লাভবান হচ্ছেন।

এ অভিমত ভারত সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন্দ্র কুমারের।  

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসে এক সংবাদ সম্মেলনে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

 

বুধবার (২৫ অক্টোবর) দু’দিনের ত্রিপুরা সফরে এসে রাজ্যের সিপাহীজলা জেলার সীমান্তবর্তী বক্সনগর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখেন। এদিন তিনি রাজ্যের বিভিন্ন এলাকাও পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।