ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা কংগ্রেসের মাসব্যাপী পদযাত্রা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ত্রিপুরা কংগ্রেসের মাসব্যাপী পদযাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারত সরকারের তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী'র "আচ্ছে দিন" ও ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের "স্বর্ণযুগের সন্ধানে" ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্যব্যাপী পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এই কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে এদিন সন্ধ্যায় ঊনকোটি জেলার অন্তর্গত পাবিয়াছড়া ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এক পদযাত্রায় আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক চূড়াচাঁদ শর্মা, সম্পাদক স্বাগত দাস ও কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এন এস ওয়াই'র রাজ্য সংগঠক রাখু দাস প্রমুখ।

পাবিয়াছড়া ব্লক কংগ্রেস ভবনের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। কংগ্রেস দলের প্রতিটি সাংগঠনিক ব্লকে এক মাস ধরে চলবে এই পদযাত্রা।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এসসিএন/এসআই/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।