সোমবার (৩০ অক্টোবর) ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দফতরের সহযোগিতায় ও পুথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারেল সোসাইটির উদ্যোগে এ কর্মশালা হয়।
কর্মশালায় বিভিন্ন বয়সী মোট ২৫জন মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে।

আগরতলায় সাত দিনব্যাপী মনিপুরী নৃত্যের কর্মশালা শুরু, ছবি: বাংলানিউজ
হেনা সিনহা বাংলানিউজকে জানান, মেয়েরা উৎসাহের সঙ্গে এ প্রশিক্ষণ নিচ্ছে। এরপর তাদের নিয়ে রাজধানীর মুক্তধারা অডিটরিয়ামে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। সে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজের বিশিষ্টজনেরা।মনিপুরি নৃত্য মনিপুরী সম্প্রদায়ের প্রথাগত নৃত্য হলেও এর শৈলির জন্য এখন এ নৃত্যকে ধ্রুপতি নৃত্যের মর্যাদা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসসিএন/এএটি