ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

সাংবাদিক খুনের তদন্ত করবে সিআইডি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
সাংবাদিক খুনের তদন্ত করবে সিআইডি নিহত সুদীপ দত্ত-ছবি-বাংলানিউজ

আগরতলা: সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকাণ্ডের তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এই হত্যাকাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে এক প্রেস রিলিজে এই শোক বার্তা পাঠানো হয়।

এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ত্রিপুরা পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছেন বলেও প্রেস রিলিজে জানানো হয়েছে।
 
ত্রিপুরার পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের প্রেস ক্লাবের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে।

এ ঘটনার পর রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লার সঙ্গে দেখা করেন ত্রিপুরা জার্নালিস্ট ফোরামের এক প্রতিনিধি দল। সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) দ্বিতীয় ব্যাটেলিয়নের কমান্ডেন্ট তপন দেববর্মার গ্রেফতারের দাবি জানানো হয়।  

এরইমধ্যে তপন দেববর্মাকে দ্বিতীয় ব্যাটালিয়নের কমান্ডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে আগরতলার পাশ্ববর্তী আরকে নগরে টিএসআর দ্বিতীয় বাহিনীর প্রধান কার্যালয়ের ভেতর সুদীপকে গুলি করে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।  

এর আগে গত ২০ সেপ্টেম্বর সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের ঘটনায় ত্রিপুরা সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করে।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।