ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ফের চালু হচ্ছে কৈলাসহর বিমানবন্দর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
ফের চালু হচ্ছে কৈলাসহর বিমানবন্দর কৈলাসহর বিমানবন্দর (ছবি: সংগৃহীত)

আগরতলা: দীর্ঘ প্রায় ২৪ বছর পর ফের চালু হচ্ছে ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কৈলাসহর বিমানবন্দর।

বুধবার (০৬ ডিসেম্বর) সকালে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস মগ।

এস মগ জানান, মঙ্গলবার (০৫ ডিসেম্বর) কৈলাসহর বিমান বন্দরে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় বৈঠকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ডেপুটি জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন আর পি রাজগুরু ও উত্তর পূর্বাঞ্চল এয়ারপোর্ট অথরিটির জেনারেল ম্যানেজার লামা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা কৈলাসহর বিমানবন্দরের সীমানাসহ পরিকাঠামো পরিদর্শন করেন।

তিনি আরো জানান, বর্তমান বিমানবন্দরের পরিকাঠামো কিছুটা উন্নত করে শিগগিরই এ বিমানবন্দর দিয়ে ১৮আসনের প্লেন চালানোর উদ্যোগ নিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে ২০১৮ সালের শেষ দিকে প্লেন চলাচল শুরু হবে বলেও জানান এস মগ।

দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে ফের বিমানবন্দর চালুর খবরে খুশি এ অঞ্চলের মানুষ। এ বিমানবন্দর চালু হলে শুধু ঊনকোটি নয় আসাম ও পার্শ্ববর্তী রাজ্যসহ বাংলাদেশেও উপকৃত হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনারা এ বিমানবন্দরে ব্যবহার করে ছিলেন বলেও জানান এস মগ।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।