ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

কেক কেটে আগরতলায় সোনিয়ার জন্মদিন উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
কেক কেটে আগরতলায় সোনিয়ার জন্মদিন উদযাপন নেতারা কেক কেটেছেন। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে কেক কেটে আগরতলায় ভারত কংগ্রেস কমিটির সভানেত্রী সোনিয়া গান্ধী ৭০তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে কেক কেটে দলের সর্বভারতীয় সভানেত্রীর জন্মদিন উদযাপন করা হয়।

এতে উপস্থিত ছিলেন দলের ত্রিপুরার অবজারভার তথা অসম রাজ্যের বিধায়ক ভূপেন বরা, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায়, দলের মুখপাত্র তাপস দেব, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস দলের সভাপতি সুশান্ত চক্রবর্তী প্রমুখ।

কেক কেটে দলের নেতাসহ কর্মী-সমর্থকদের খাওয়ানো হয়।

দলের অবজারভার ভূপেন বরা ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি বীরজিৎ সিনহা বলেন, ত্রিপুরা রাজ্য কংগ্রেস দল আবার ঘুরে দাঁড়াবে। যারা এক সময় কংগ্রেস ছেড়ে অন্য দলে গিয়ে ছিলেন তারা আবার কংগ্রেসে ফিরছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।