ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

নিম্নচাপের কারণে আগরতলায় বৃষ্টি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
নিম্নচাপের কারণে আগরতলায় বৃষ্টি  বৃষ্টিতে থেমে নেই খেটে খাওয়া মানুষ

আগরতলা: নিম্নচাপের কারণে ত্রিপুরা জুড়ে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তবে এতো  বৃষ্টির মধ্যে তাপমাত্রা ২৩ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে । তবে অসময়ে বৃষ্টি হওয়ায় সহ্য হচ্ছে না মানুষের।  

শুক্রবার (০৮ ডিসেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ১১ থেকে আগরতলায় হাল্কা বৃষ্টি শুরু হয়। এই বর্ষণ অব্যাহত রয়েছে শনিবার (৯ ডিসেম্বর) পর্যন্ত।

 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এদিন বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ১০০ শতাংশ রয়েছে। আবহাওয়া অধিদফতর থেকে পূর্বভাসে জানানো হয়েছে বৃষ্টি আগামী দুই দিন চলবে। এরপর বুধবার পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।  
এদিন বৃষ্টির কারণে সাধারণ মানুষসহ অফিসগামী যাত্রীদেরকে ছাতা নিয়ে বের হতে হচ্ছে।  

অসময়ের বৃষ্টির কারণে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। এর জেরে মাঠের পাকা ধানসহ শীতকালীন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। যে কারণে বাড়তে পারে সবজির মূল্য।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এসসিএন/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।