ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

সিপিআই (এম)’র নির্বাচনী সমাবেশ ৩১ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
সিপিআই (এম)’র নির্বাচনী সমাবেশ ৩১ ডিসেম্বর রাজধানীর আস্তাবল ময়দানে নির্বাচনী সমাবেশ ৩১ ডিসেম্বর

আগরতলা: আগামী ৩১ ডিসেম্বর ত্রিপুরা রাজ্য সিপিআই (এম) দলের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজধানীর আস্তাবল ময়দানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। 

এদিন সিপিআই (এম) দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচ্যুরী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় আগরতলার মেলার মাঠ এলাকার সিপিআই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর।

 

বিজন ধর বলেন, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিআই (এম) দলের কর্মী খুনের ঘটনায় পুলিশ যাদের গ্রেফতার করেছে তারা সবাই বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী।  

তিনি আরও বলেন, কিছুদিন ধরে রাজ্যে ধর্মীয় প্রতিষ্ঠানে রাতের আধারে একদল দুষ্কৃতি হামলা চালাচ্ছে। ওই হামলার দু’টি ঘটনায় কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে সবাই বিজেপির স্বক্রিয় কর্মী।  

বিজেপি ত্রিপুরা রাজ্যে ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে শান্তির পরিবেশ বিঘ্ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।  

এবছর পর পর বন্যায় ত্রিপুরা রাজ্যে চাষিদের যে বিপুল ক্ষতি হয়েছে রাজ্য তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আর্থিক সহায়তা চাইবে বলেও জানান ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।