ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

বিজেপি'তে যোগ দিলেন কংগ্রেস নেতা রতন লাল নাথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
বিজেপি'তে যোগ দিলেন কংগ্রেস নেতা রতন লাল নাথ  অনুষ্ঠানে উপস্থিত বিজেপে নেতারা

আগরতলা: কংগ্রেস ছেড়ে পদ্মফুল হাতে নিলেন ত্রিপুরা রাজ্যের কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ। তার সঙ্গে যোগ দিলেন দুই কংগ্রেস কাউন্সিলর।

শুক্রবার (২২ ডিসেম্বর) আগরতলায় তাকে স্বাগত জানান রাজ্যের অর্থ, স্বাস্থ্য ও শিক্ষা দফতরের মন্ত্রী তথা বিজেপি নেতা হেমন্ত বিশ্বশর্মা।  

তাকে স্বাগত জানাতে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেবসহ দলের অন্য নেতাকর্মীরা আগরতলায় অনুষ্ঠানে উপস্থিত হন।

পর দুপুরে রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকার ত্রিপুরা প্রদেশ বিজেপি'র অফিসের সামনে এক পরিবর্তন সমাবেশের আয়োজন করা হয়।  

কংগ্রেস বিধায়ক রতন লাল নাথের সঙ্গে বিজেপিতে যোগদান করেন আগরতলার দুই কাউন্সিলর হিমানী দেববর্মা ও মিলন দাস। সেই সঙ্গে প্রচুর সংখ্যক কংগ্রেস ভোটারও বি জে পি দলে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এসসিএন/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।