ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিজেপি’র নির্বাচনী প্রচার শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
ত্রিপুরায় বিজেপি’র নির্বাচনী প্রচার শুরু  বিজেপি'র প্রতিবাদ সমাবেশে

আগরতলা: ত্রিপুরা প্রদেশ বিজেপি আনুষ্ঠানিকভাবে বিধানসভা নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সিপাহীজলা জেলার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনী এলাকা ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা সূচনা করা হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম রাজ্যে অর্থ দফতরের মন্ত্রী তথা দলের ত্রিপুরা রাজ্যের নির্বাচনী অবজারভার হিমন্ত বিশ্বশর্মা।

 

তিনি বলেন, দীর্ঘ ২০ বছরের বেশি সময়ের শাসনে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্যের কোনো উন্নয়ন করেনি। এমনকি নারী নির্যাতনকারীদের আশ্রয় দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে আসলেও এখানে একটি কলেজ স্থাপন করতে পারেননি তিনি।

ধনপুরবাসীকে প্রতিশ্রুতি দিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, আগামী বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার ২০ দিনের মধ্যে ধনপুরে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।  

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- দলের ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, ত্রিপুরা রাজ্যের অভজার সুনীল দেওধর প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।