ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আসামের মন্ত্রীর মন্তব্য, নিন্দা ত্রিপুরা বামফ্রন্টের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
আসামের মন্ত্রীর মন্তব্য, নিন্দা ত্রিপুরা বামফ্রন্টের বিজেপির সমাবেশে মন্ত্রী ও বামফ্রন্টের প্রতিবাদ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে আসামের মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট। 

ত্রিপুরা বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপির আনুষ্ঠানিক প্রচার কর্মসূচির সূচনা করতে এসেছিলেন দলের ত্রিপুরা রাজ্যের নির্বাচনি ইনচার্জ ও আসাম রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

তিনি বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনী এলাকা ধনপুরের কাঠালিয়ায় একটি সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বাংলাদেশে বিতাড়ন করবেন বলে মন্তব্য করেন। এমনটাই বামফ্রন্টের অভিযোগ। তার এ মন্তব্যের তীব্র আপত্তি ও নিন্দা জানিয়েছে ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট কমিটি।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।