ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
ত্রিপুরায় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা ত্রিপুরায় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

আগরতলা: ত্রিপুরার সিপাহিজলা জেলার কলমচৌড়া থানাধীন বক্সনগরের রহিমপুর এলাকায় স্ত্রী রিমা আক্তারকে (২৬) কুপিয়ে হত্যার পর স্বামী জাকির হোসেন (২৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে সোমবার (১ জানুয়ারি) ঘটনাস্থলে ছুটে যান সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) বাবুল দাসসহ পুলিশ সদস্যরা।  

পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসডিপিও বাবুল দাস বাংলানিউজকে জানান, দুই বছর আগে জাকির হোসেন ও রিমা আক্তারের বিয়ে হয়।

তাদের একটি সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। এ নিয়ে গ্রামে একধিকবার সালিশির মাধ্যমে বিবাদ মেটানোর চেষ্টা করা হয়। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। রোববার (৩১ ডিসেম্বর) রাতে জাকির তার স্ত্রী রিমাকে কুপিয়ে হত্যা করে। পরে নিজে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।