ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় আম্বেদকর মেধা পুরস্কার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
আগরতলায় আম্বেদকর মেধা পুরস্কার বিতরণ স্বর্ণ পদক ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় শিক্ষক-শিক্ষার্থীদের ড. বি আর আম্বেদকর স্বর্ণ পদক ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (০১ জানুয়ারি) ত্রিপুরার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।

ত্রিপুরা সরকারের অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন দফতরের মন্ত্রী বিজিতা নাথ।

উপস্থিত ছিলেন কল্যাণ দফতরের সচিব এম এল দে, অধিকর্তা সুবল দেববর্মা, অন্যান্য পশ্চাদপদ শ্রেণী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিরাজ গোপাল ভৌমিক প্রমুখ।

আলোচনা শেষে দুইজন শিক্ষককে স্বর্ণপদক ও পাঁচজন শিক্ষার্থীর হাতে মেধা পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।