ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় নির্বাচনী সমাবেশে বৃন্দা কারাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
ত্রিপুরায় নির্বাচনী সমাবেশে বৃন্দা কারাত নির্বাচনী সমাবেশে বক্তারা। ছবি- সুদীপ

আগরতলা: গোমতী জেলার অন্তর্গত করবুক বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত সি পি আই (এম) প্রার্থী প্রিয়মনি দেববর্মার সমর্থনে একটি নির্বাচনী সমাবেশ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে শিলাছড়ি মোটর স্ট্যান্ড মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সি পি আই (এম) দলের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত।

বক্তব্য রাখতে গিয়ে বৃন্দা কারাত বলেন, ভারতের মধ্যে ত্রিপুরা রাজ্য শিক্ষা ও উন্নয়নে বিশেষ সফলতা অর্জন করেছে।

বর্তমানে এ রাজ্যে ৯৭ শতাংশই শিক্ষিত।  

তিনি আরও বলেন, বি জে পি এবং আই পি এফ টি দল ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। তাই এ দু’দলের জোটকে একটি ভোটও যেন না দেওয়া হয়।  

এ সমাবেশে প্রার্থী প্রিয়মনি দেববর্মা, সিপিআই (এম) নেতা রঞ্জিৎ চাকমাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।