ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

নির্বাচনী প্রচারণায় ত্রিপুরায় এলেন রূপা গাঙ্গুলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
নির্বাচনী প্রচারণায় ত্রিপুরায় এলেন রূপা গাঙ্গুলী ত্রিপুরায় নেতা-কর্মীদের সঙ্গে রূপা গাঙ্গুলী/ ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী প্রচারণায় ত্রিপুরায় এলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপা গাঙ্গুলী। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা ১১ টায় দিল্লি থেকে আগরতলায় আসেন তিনি।  

এ সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি'র মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্তসহ নারী নেত্রী ও কর্মীরা।

 

বিজেপি নেত্রী রূপাকে বিমানবন্দরে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান পাপিয়া।

বিমানবন্দরে সাংবাদিকদের রূপা গাঙ্গুলী বলেন, ত্রিপুরা রাজ্যে বিজেপি খুব ভালো অবস্থায় রয়েছে তাই নির্বাচনে জয় নিশ্চিত। ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস দলের অস্তিত্ব নেই তারপরও তারা বিভিন্ন বিধানসভা আসনে মনোনয়ন দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বিজেপি'র ভোট নষ্ট করা।  

তিনি আরও বলেন, কম জলে মাছ যেমন ছটফট করে তৃণমূল কংগ্রেস দলের অবস্থা ঠিক তেমনই।

এদিন, রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর ও বিশালগড় এলাকায় রোড শো ও সভা করবেন রূপা গাঙ্গুলী বলে বিজেপি'র তরফে থেকে জানানো হয়েছে। পরে সভা শেষে সন্ধ্যায় দিল্লি ফিরে যাবেন রূপা গাঙ্গুলী।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।