ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় পিস্তল ও গুলিসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
আগরতলায় পিস্তল ও গুলিসহ আটক ১ আগরতলায় পিস্তুল ও গুলিসহ আটক ১

আগরতলা: আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তিনটি পিস্তল, ৫০০ রাউন্ড গুলি ও ছুরিসহ নরেশ চাকমা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) গোপন সূত্রে খবর পেয়ে আগরতলার আমতলী থানার পুলিশ ও আগরতলা রেলওয়ে পুলিশ (জিআরপি) কলকাতা থেকে ছেড়ে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করে। নরেশের বাড়ি গোমতী জেলার নতুন বাজার থানা এলাকায়।

এসময় তাকে তল্লাশি করে তিনটি পিস্তল, দুইটি ছুরিসহ ৫০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসডিপিও সুদীপ পাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এসসিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।