ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বামফ্রন্ট প্রার্থীকে আক্রমণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
ত্রিপুরায় বামফ্রন্ট প্রার্থীকে আক্রমণ আহত অবস্থায় হাসপাতালে বিশ্বনাথ সাহা। ছবি-বাংলানিউজ

আগরতলা: ভোটের দিন আক্রমণের শিকার হলেন আগরতলার ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রের ফরোয়ার্ডব্লক প্রার্থী বিশ্বনাথ সাহা। বর্তমানে তাকে জিবি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বিধানসভা এলাকা পরিদর্শনকালে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যদের সঙ্গে বিশ্বনাথ সাহার কথা কাটাকাটি হয়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার উপর চড়াও হয় এবং তার মাথায় আঘাত করে।

এ ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দেখতে আসেন সিপিআই (এম) দলের সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলীসহ আরও কয়েকজন নেতা।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।