ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
ত্রিপুরায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় ত্রিপুরা রাজ্যজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আগরতলা: যথাযথ মর্যাদার সঙ্গে ত্রিপুরা রাজ্যজুড়েও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।  

বুধবার (২১ ফেব্রুয়ারি) আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে দিবসটি উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

সকালে সহকারী হাইকমিশনের অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন সহকারী হাইকমিশনার মোহম্মদ সেখাওয়াত হোসেন।

পরে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত বাণী পাঠ করা হয়।  

এসময় সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহম্মদ মনিরুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব মোহম্মদ ইকবাল হোসেন ও সহকারী হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটি রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে আম্রকুঞ্জে অনুষ্ঠিত হয়। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় এ অনুষ্ঠানে ভাষা শহীদ মিনারের প্রতিকৃতিতে উপস্থিত সবাই ফুল ‍দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় ও এক মিনিট নিরবতা পালন করেন। পরে ভাষা দিবসের গান ও কবিতা পাঠ করেন শিল্পীরা।  

পরবর্তী পর্যায়ে রবীন্দ্র শতবার্ষিকী হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের আয়োজন সম্পন্ন হবে। এছাড়াও ত্রিপুরা সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হবে।  

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।