ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সন্ত্রাস চলছে, অভিযোগ বামফ্রন্টের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
ত্রিপুরায় সন্ত্রাস চলছে, অভিযোগ বামফ্রন্টের রাজ্যজুড়ে তীব্র উত্তেজনা

আগরতলা: ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগ করেছে বামফ্রন্ট তথা সিপিএম। 

বুধবার (৭ মার্চ) দলটির তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

এতে বলা হয়, রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি বিজয়ী হওয়ার পর এখন পর্যন্ত সিপিএমের ৩৯৪টি অফিস ভাঙচুর, ৭৫টি অফিসে অগ্নিসংযোগ এবং ২১৩টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।


 
এছাড়া, বামফ্রন্টের সমর্থক ২৮৯ জন নেতাকর্মীর দোকান জ্বালিয়ে দেওয়া, ১০টি রাবার বাগান পুড়িয়ে দেওয়াসহ ৬০৩ জন নেতাকর্মীর ওপর শারীরিক আক্রমণ চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।  
 
রাজ্য পুলিশ প্রশাসনকে এসব সন্ত্রাস বন্ধ করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় বামফ্রন্ট।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।