ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার নতুন বেতন কাঠামোর জন্য কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
ত্রিপুরার নতুন বেতন কাঠামোর জন্য কমিটি ত্রিপুরা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও অর্থ দফতরের মন্ত্রী যীষ্ণু দেববর্মা

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কাঠামোর আরও এক ধাপ এগিয়েছে নতুন সরকার। বেতন কাঠামো তৈরিতে খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ দফতর। 

কমিটির সদস্যরা হলেন- পি পি ভার্মা, মনোজ কুমার ও পি আর ভট্টাচার্য্য।

মঙ্গলবার (২৭ মার্চ) ত্রিপুরা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও অর্থ দফতরের মন্ত্রী যীষ্ণু দেববর্মা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজ্যের নতুন সরকার কর্মচারীদের কাছে প্রতিশ্রুতি বদ্ধ। তাই রাজ্য সরকার বেতন কাঠামোর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।

এরপর রাজ্য মন্ত্রিসভা এ বিষয়টি নিয়ে পর্যালোচনা করে ও কর্মচারীদের নতুন বেতন স্কেল ঠিক করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।