ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় মৌসুমের প্রথম কালবৈশাখী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আগরতলায় মৌসুমের প্রথম কালবৈশাখী আগরতলায় কালবৈশাখী/ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মৌসুমের প্রথম কালবৈশাখী ও বৃষ্টিপাত হয়েছে।

শুক্রবার (৩০ মার্চ) বিকেল সোয়া ৪টা থেকে পৌনে ৫ টা পর্যন্ত প্রায় আধাঘন্টা ব্যাপী রাজধানীসহ আশপাশ এলাকার ওপর দিয়ে ঝড় ও বৃষ্টি বয়ে যায়। এসময় কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে।

ঝড়ের কারণে গাছপাল, কাঁচাঘর, একাধিক মোবাইল ফোনের টাওয়ার, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি ভেঙে পড়েছে। বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি ভেঙে বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ও টেলিপরিসেবা। ধারণা করা হচ্ছে ঝড়ের কারণে কয়েক লাখ রুপির ক্ষয়ক্ষতি হতে পারে।

একই সময় আগরতলার রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের একটি সরকারি অনুষ্ঠান চলছিলো। ঝড়ের কারণে তা ভেস্তে যায়।

এর দু’একদিন আগে রাজ্যের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হলেও আগরতলায় মৌসুমের প্রথম ঝড় হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮ 
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।