ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বাংলাদেশের অর্জনে আগরতলায় ৪ এপ্রিল শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
বাংলাদেশের অর্জনে আগরতলায় ৪ এপ্রিল শোভাযাত্রা সংবাদ সম্মলনে সহকারী হাইকমিশনার মো. সেখাওয়াত হোসেন/ ছবি: বাংলানিউজ

আগরতলা: সম্প্রতি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে।

রোববার (০১ এপ্রিল) আগরতলার সহকারী হাইকমিশন কার্যালয়ে সহকারী হাইকমিশনার মো. সেখাওয়াত হোসেন এক সংবাদ সম্মলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে বুধবার (৪ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫মিনিটে আনন্দ শোভাযাত্রা করা হবে।

আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সমানে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের সেখানে এসে শেষ হবে।  

শোভাযাত্রা শেষে রবীন্দ্র ভবনের সামনে আম্রকুঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শিল্প গোষ্ঠীর পাশাপাশি বাংলাদেশের শিল্পীরা অংশ নেবেন।  

আনন্দ শোভাযাত্রায় আগরতলাবাসীকে স্বপরিবারে উপস্থিত থাকার আহ্বান জানান সহকারী হাইকমিশনার সেখাওয়াত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মিশনের প্রথম সচিব মো. মনিরুজ্জামান এবং দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।