ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় ৩৬তম বইমেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
আগরতলায় ৩৬তম বইমেলা শুরু শুরু হলো ৩৬তম বইমেলা

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলায় ৩৬তম বইমেলা শুরু হয়েছে। সোমবার (০২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শিশুউদ্যানে এ বই মেলার আয়োজন করা হয়। 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা, শিক্ষা দফতরের মন্ত্রী রতনলাল নাথ ও কলকাতা থেকে আগত বিশিষ্ট লেখিকা তিলোত্তমা মজুমদার প্রমুখ।  

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বইমেলার সূচনা করেন উপস্থিত অতিথিরা।

এবছর বইমেলায় মোট ১২৪টি স্টল থাকবে। এসবের মধ্যে ত্রিপুরা রাজ্যের ৭৬টি, কলকাতার ৩৯টি, নয়াদিল্লির ২টি, গৌহাটির ৫টি, মুম্বাই'র ১টি এবং বাংলাদেশের ১টি।

বইমেলা প্রতিদিন স্থানীয় সময় দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। সেই সঙ্গে প্রতিদিনই মেলাপ্রাঙ্গণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে শুক্রবার (১৩ এপ্রিল) পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।