ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলার অবৈধ কংগ্রেস ভবন ভেঙে দিলো প্রশাসন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৪, মে ১৩, ২০১৮
আগরতলার অবৈধ কংগ্রেস ভবন ভেঙে দিলো প্রশাসন ভেঙে ফেলা হয়েছে কংগ্রেসের অফিস ভবন

আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলার বিভিন্ন এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন রাজনৈতিক দলের অফিস ভাঙার কাজ চলছে।

রোববার (১৩ মে) সকালে রাজধানীর কামারপুকুর এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত কংগ্রেসের অফিস ভবনটি ভেঙে ফেলে পশ্চিম জেলা প্রশাসন।  

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিএম) ডা. মিলিন্দ রামটেক, সদর মহকুমার পুলিশ আধিকারিক (এসডিপিও) সুমন মজুমদারসহ পুলিশ ও ত্রিপুরা রাজ্য রাইফেলস (টিএসআর) বাহিনীর জওয়ানরা।

 

জেলা প্রশাসক ডা. মিলিন্দ রামটেক সংবাদমাধ্যমকে জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী অবৈধভাবে নির্মিত রাজনৈতিক দলের অফিস ভেঙে ফেলা হচ্ছে। আরও কিছু রয়েছে। আগামীতে এগুলিও ভেঙে ফেলা হবে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ১৩ মে, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।