ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় কংগ্রেসের প্রতিবাদ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, মে ২৬, ২০১৮
আগরতলায় কংগ্রেসের প্রতিবাদ মিছিল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। ছবি: বাংলানিউজ

আগরতলা: নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় মিছিলের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মিছিলে দড়ি দিয়ে গাড়ি ও মোটরসাইকেল বেঁধে রাস্তায় টেনে নিয়ে যান দলের সমর্থকরা।

শনিবার (২৬ মে) দুপুরে আগরতলার রাজপথে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, বিজেপি সরকার ভারতবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

লোকসভা নির্বাচনের আগে দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমবে। কিন্তু নির্বাচনের পর থেকে প্রতিদিন মূল্য বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জ্বালানী তেলের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে।  

মূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববারও (২৭ মে) ভারতব্যাপী কংগ্রেস দলের বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।