ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আগরতলা

বিজেপি সরকার ধ্বংস ছাড়া কিছুই করেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, মে ২৮, ২০১৮
বিজেপি সরকার ধ্বংস ছাড়া কিছুই করেনি বিজন ধর। ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বললেও বাস্তবে বিজেপি সরকার ধ্বংস ছাড়া কিছুই করেনি বলে মন্তব্য করেছেন সিপিআই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর।

সোমবার (২৮ মে) বিকেলে রাজ্য কমিটির অফিসে সংবাদ সম্মেলন ডেকে তিনি এ মন্তব্য করেন।

এসময় বিজন ধর বলেন, সাবেক বামফ্রন্ট সরকার যা পরিকল্পনা করে গিয়েছে, তা সম্পন্ন করতেই বর্তমান সরকারের দুই বছরের বেশি সময় লাগবে।

তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার চার বছর ‘মিথ্যা’ এবং ‘প্রতারণার’ সরকার।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এসসিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।