রোববার (১০ জুন) আগরতলার কৃষ্ণনগর এলাকার নতুন পল্লির বাসিন্দা তুষার দেববর্মার বাড়িতে মিলেছে প্লাস্টিকের চাল।
তুষার দেববর্মা বাংলানিউজকে জানান, শনিবার (৯ জুন) তিনি আগরতলার একটি দোকান থেকে ২৫ কেজি ওজনের প্যাকেটের চাল কিনে এনেছেন।

প্লাস্টিক চালের বল। ছবি: বাংলানিউজ
তিনি আরও জানান, তাদের নিজের জমির রান্না করা ভাত বলের মতো করার চেষ্টা করলে বাজার থেকে কেনা চালের ভাতের মতো সুন্দর বল হচ্ছে না। ঘরের মেঝেতে ছুড়লে ভাতের বলটি ভেঙে যাচ্ছে। বাজার থেকে কেনা চাল দিয়ে রান্না করা ভাতের বলটি একাধিক বার মেঝেতে ছুড়লেও ভেঙে যাচ্ছে না। বাজার থেকে কেনা চাল দেখে বোঝা যাচ্ছে না চাল তৈরিতে অন্য কোনো পদার্থ মিশ্রিত আছে কিনা?এদিকে প্যাকেটজাত করা চালও প্যাকেটের গায়ে বিপণনকারী সংস্থার নাম, ঠিকানা ও ফোন নম্বর তার কোনো উল্লেখ নেই। এসবের কারণে তুষার দেববর্মার সন্দেহ হচ্ছে বাজার থেকে কেনা চাল প্লাস্টিকের তৈরি অথবা চাষ করা চালের সঙ্গে মেশানো রয়েছে নকল চাল। এ ঘটনা শোনার পর বাজার থেকে চাল কিনতে ক্রেতাদের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুন ১০, ২০১৮
এসসিএন/এএটি