ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় আবারো সাংবাদিকের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৩, জুন ১৮, ২০১৮
ত্রিপুরায় আবারো সাংবাদিকের ওপর হামলা সুমন দেবনাথ

আগরতলা: ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরে সুমন দেবনাথ (৩৫) নামে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ জুন) রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। সুমন দেবনাথ আগরতলা ভিত্তিক একটি ক্যাবল টিভি চ্যানেলের সাংবাদিক।

জানা যায়, সোমবার রাতে সিমি মিঞা নামে এক ব্যক্তি সুমনের গলায় ছুরিকাঘাত করেন। এসময় সুমনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে ধর্মনগর জেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এ হামলার খবর পেয়ে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিএম) দীপঙ্কর পালসহ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
এর আগে, ২০১৭ সালে রাজ্যে দুই জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন। এছাড়াও খোয়াই জেলায় এক সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়।

বাংলাদেশ সময়: ০৫০৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এসসিএন/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।