ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আগরতলা

নেশামুক্ত রাজ্য গঠন সরকারের মূল লক্ষ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৭, জুন ২৬, ২০১৮
নেশামুক্ত রাজ্য গঠন সরকারের মূল লক্ষ্য আলোচনা সভায় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাংলানিউজ

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, নেশামুক্ত রাজ্য গঠন করাই এ সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য পূরণে ত্রিপুরা পুলিশ খুব ভালো কাজ করছে।

তিনি বলেন, রাজ্যের আগের সরকার গত দুই বছরে যে পরিমাণ মাদক জব্দ করেছে, নতুন সরকার গত ১০০ দিনে তার চেয়ে বেশি মাদক জব্দ করেছে।

মঙ্গলবার (২৬ জুন) আন্তর্জাতিক মাদক পাচার ও অবৈধ মানব পাচারবিরোধী দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিভিন্ন দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।

দুপুরে পতাকা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শোভাযাত্রা শুরুর আগে রবীন্দ্র ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
শোভাযাত্রায় ত্রিপুরা পুলিশ, আসাম রাইফেলস, সিআরপিএফ এবং বিএসএফ জওয়ানরা অংশ নেন।

এতে ত্রিপুরা পুলিশের ডিজি অখিল কুমার শুক্লাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
এসসিএন/এএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।