ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ট্রেন থেকে পিস্তল-গুলিসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
ত্রিপুরায় ট্রেন থেকে পিস্তল-গুলিসহ আটক ১ অস্ত্রসহ আটক পরিমল দেববর্মা

আগরতলা: আসাম রাজ্যের শিলচর শহর থেকে ত্রিপুরা রাজ্যের রাজধানীগামী একটি ট্রেন থেকে দুই পিস্তল ও ২০ রাউন্ড গুলিসহ পরিমল দেববর্মা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ জুলাই) সন্ধ্যায় আমবাসা রেলস্টেশনে আসা একটি ট্রান থেকে তাকে আটক করা হয়। আটক পরমল গ্রামরক্ষী বাহিনীর জওয়ান বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আগরতলাগামী একটি ট্রেনে করে অস্ত্র আসছে। পরে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক প্রণব দেবনাথের নেতৃত্বে পুলিশ বাহিনী ওই রেলস্টেশনে দাঁড়িয়ে থাকে। সন্ধ্যার দিকে ট্রেনটি পৌঁছতেই ট্রেনে তল্লাশি করে পরিমল দেববর্মা নামে এক ব্যক্তির ব্যাগ থেকে ৯এমএম দু’টি পিস্তল ও ২০ রাউন্ড গুলি জব্দ করে।

ধলাই জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ্ত দাস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অস্ত্রসহ আটক ব্যক্তিকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ৪০০৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।