ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় ২২ জুয়াড়ি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
আগরতলায় ২২ জুয়াড়ি আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ মাদক বিক্রেতা ও ২২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশিষ সাহা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রাজধানীর আস্তাবল ময়দান এলাকা অভিযান চালিয়ে বাসুদেব দেববর্মা নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।

এসময় কাছ থেকে বেশ কয়েকটি হেরোইনের শিশি উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া মতে, অভয়নগর এলাকায় দু’টি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে মাদকসহ আরও চারজনকে আটক করা হয়। এ অভিযানে প্রায় ৭০টি হেরোইনের শিশিসহ মাদক সেবনের বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

তিনি আরও জানান, রাজধানীর বুদ্ধমন্দির, রাধানগর, উত্তরগেট, চন্দ্রপুরসহ আশপাশ এলাকায় জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে ২২ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় রুপি ও ডলার উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।