ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলা বিমানবন্দরে ৮ স্বর্ণের বারসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
আগরতলা বিমানবন্দরে ৮ স্বর্ণের বারসহ আটক ১ স্বর্ণের বার। ছবি: বাংলানিউজ

আগরতলা: আগরতলা বিমানবন্দরে আটটি স্বর্ণের বারসহ বাচ্চু লাল নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার (১১ জুলাই) তাকে আটক করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। বাচ্চু উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা।

তিনি আগরতলা থেকে কলকাতা যাচ্ছিলেন।

বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ’র কর্মীরা তাকে তল্লাশি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করেন।

নিরাপত্তা কর্মীরা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাচ্চুকে তল্লাশি করা হয়। এসময় তার কাছে আটটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৯৩০ গ্রাম। মূল্য ২৮ লাখ ৮০ হাজার রুপি। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এসসিএন/এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।