ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় শিশু পাচারকারী সন্দেহে যুবককে গণধোলাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
ত্রিপুরায় শিশু পাচারকারী সন্দেহে যুবককে গণধোলাই মোটরসাইকেলে আগুন জ্বলছে। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার আগরতলায় শিশু পাচারকারী সন্দেহে অঞ্জন দে নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। সেসঙ্গে তার মোটরসাইকেলটি আগুন ধরিয়ে দিয়েছে তারা।

শুক্রবার (১৩ জুলাই) দুপুরে আগরতলার বড়দোয়ালী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,  হঠাৎ গুজব ছড়ায় যে আগরতলার বড়দোয়ালী স্কুল থেকে ছাত্র চুরি করতে এসেছেন অঞ্জন দে নামে এক যুবক।

সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ জড়ো হয়ে তাকে ধরে পেটাতে থাকেন। এ সময় উত্তেজিত জনতা তার মোটরসাইকেলটি আগুন দেয়।

খবর পেয়ে এডি নগর থানা পুলিশ ও অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভায়। বর্তমানে ওই যুবককে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।