ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

দীপার অনুশীলন নির্বিঘ্ন করতে আনা হচ্ছে অত্যাধুনিক ফোম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
দীপার অনুশীলন নির্বিঘ্ন করতে আনা হচ্ছে অত্যাধুনিক ফোম মনোজ কান্তি দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেছেন, ভারতের একমাত্র নারী অলিম্পিয়ার্ড ত্রিপুরা রাজ্যের মেয়ে দীপা কর্মকার যাতে আগরতলায় এসে নির্বিঘ্নে অনুশীলন করতে পারে এজন্য অত্যাধুনিক ফোমপিট আনা হচ্ছে। এজন্য ত্রিপুরা সরকারের ক্রীড়া দফতর ৩৩ লাখ রুপি মঞ্জুর করেছে। এ অর্থ দিয়ে দ্রুত ফোমপিট আনা হবে।

শনিবার (১৪ জুলাই) আগরতলার এনএসআরসিসিতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে ক্রীড়া দফতর পরিচালিত ৫৬টি কোচিং সেন্টারে ক্রীড়া সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলে।

তিনি আরও জানান, দীপাকে অনুশীলনের জন্য এখন দিল্লীতে থাকতে হচ্ছে।

সে বাড়ি এলে যাতে তার অনুশীলনে কোন অসুবিধা না হয় এজন্য রাজ্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কমন ওয়েলথ এবং এশিয়ান গেমসে যাতে দীপা ভালো সাফল্য পায় এজন্য রাজ্য সরকার থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এসসিএন/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।