ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
ত্রিপুরার আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার জেলা সদর ধর্মনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুলাই) উত্তর জেলার জেলা শাসক (ডিএম) অফিসের কনফারেন্স হলে এ বৈঠকের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন- মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন, ত্রিপুরা পুলিশের মহা-নির্দেশক (ডিজি) এ কে শুক্লা, অ্যাডিশনাল ডিজি শ্যাম চতুর্বেদী, আইনশৃঙ্খলা শাখার আইজি কে ভি শ্রীজেশসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশ কর্মকর্তারা।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, অপরাধ, মাদক এবং নারী অপরাধমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে রাজ্যের নতুন সরকার কাজ করছে। তাই আগরতলায় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলে কিছু হবে না। কারণ ওসি বাস্তবে সাধারণ মানুষের সঙ্গে কাজ করে, তাই তাদের নিয়ে বৈঠক বলে জানান।

তিনি আরও বলেন, ভালো কাজ করলে ওসিদের যেমন পুরস্কার দেওয়া হবে, তেমনি পরিস্থিতি নিয়ন্ত্রণ না করলে এর দায়ভারও নিতে হবে।

এদিন মুখ্যমন্ত্রীসহ অন্য কর্মকর্তারা ধর্মনগর যান।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।