ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

মরদেহ শনাক্ত করতে বাংলাদেশ যাচ্ছেন সেলিমের পরিজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
মরদেহ শনাক্ত করতে বাংলাদেশ যাচ্ছেন সেলিমের পরিজন সেলিমের পরিবারের সদস্যরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ নিহত ত্রিপুরা রাজ্যের মাদক পাচারকারী বলে অভিযুক্ত সেলিম মিঞার মরদেহ শনাক্ত করতে বাংলাদেশে যাচ্ছেন তার দুই নিকট আত্মীয়। তারা হলেন মৃত সেলিমের ভগ্নীপতি রনি মিঞা এবং ভাগ্নে মইনুল হুসেন। 

তারা বুধবার (১ আগস্ট) বাংলাদেশ রওনা দিয়েছেন। পরিবারের কোনো সদস্য যেন বাংলাদেশে গিয়ে সেলিমের মরদেহ সনাক্ত করেন, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন থেকে রনি মিঞাকে এমন চিঠি দেওয়া হয়।

 

রনি মিঞার দাবি, মৃত সেলিম মাদক চোরাচালানকারী ছিলেন না। তিনি ছিলেন একজন সৎ ব্যবসায়ী। ব্যবসার অর্থ আনতে গত ২৩ জুলাই শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ যান তিনি।  

পরে ২৬ জুলাই গুলিতে সেলিমের মৃত্যু হয়েছে বলে তারা জানতে পারেন। তবে মৃত সেলিমের বিরুদ্ধে স্থানীয় কলমচৌড়া থানায় মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে স্বীকার করেন রনি মিঞা।

মরদেহ শনাক্ত হওয়ার পর সেলিমের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য চিন্তা ভাবনা করবেন বলেও জানান রনি।
 
মৃত সেলিম মিঞার বাড়ি ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বক্সনগর এলাকায়।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।