ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় রুপিসহ চোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
আগরতলায় রুপিসহ চোর আটক

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার আগরতলায় তিন লাখ ৪৯ হাজার ৮শ রুপিসহ যোগেন্দর সিং নামে এক চোরকে আটক করেছে বদরপুর থানার পুলিশ।

মঙ্গলবার (৭ আগস্ট) দিনগত রাতে পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশিষ সাহা এ তথ্য বাংলানিউজকে জানান।

তিনি জানান, গত কয়েকদিন আগে আগরতলার মহারাজগঞ্জ বাজারের এক ব্যবসায়ী থানায় অভিযোগ করেন তার দোকান থেকে প্রায় সাড়ে তিন লাখ রুপি চুরি গেছে।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে দোকানের কর্মচারী বিহার রাজ্য বাসিন্দা যোগেন্দর সিং চুরি করেছেন। পুলিশ পাশের রাজ্য থানায় চুরির ঘটনার মেসেজ দেয়। পরে বদরপুর থানার পুলিশ রুপিসহ ওই চোরকে আটক করে।

বাংলাদেশ সময়: ০৫৪৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।