ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা থেকে বাংলাদেশে আরও ৩০ পণ্য রফতানির অনুমতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
ত্রিপুরা থেকে বাংলাদেশে আরও ৩০ পণ্য রফতানির অনুমতি বক্তব্য রাখছেন ইকবাল সোবহান/ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা থেকে সরাসরি বাংলাদেশে অতিরিক্ত আরও ৩০টি পণ্য রফতানি করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে একথা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
 
ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে আদা, সাতকরা, ফলমূল ইত্যাদি পণ্য সরাসরি রফতানি করা গেলেও চা, রাবার শিট, বাঁশ জাত দ্রব্যসহ মোট ৩০টি পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে ছিলো।

 
 
কিন্তু ত্রিপুরা রাজ্যের ব্যবসায়ীদের তরফ থেকে বাংলাদেশ সরকারের কাছে বহু বছর ধরে আবেদন জানানো হচ্ছিলো যে ওই ৩০টি পণ্যের উপর নিষেধাজ্ঞা তুলে তা সরাসরি রফতানির অনুমতি দেওয়ার।  

অবশেষে বাংলাদেশ সরকার ত্রিপুরা রাজ্যের ব্যবসায়ীদের কথা চিন্তা করে ৩০টি পণ্যের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলে জানান ইকবাল সোবহান চৌধুরী।
 
এদিন এ খবর ছড়িয়ে পড়তে আগরতলাসহ ত্রিপুরা রাজ্যের ব্যবসায়ী মহলে খুশীর হাওয়া বইছে।

আমদানি রফতানি ব্যবসায়ী হাবুল বিশ্বাস বলেন, এতে রাজ্যে ব্যবসায়ীরা উপকৃত হবেন। এর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এসসিএন/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।