ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় মদ-গাড়িসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
আগরতলায় মদ-গাড়িসহ আটক ৩ আটক ব্যক্তিরা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার আগরতলায় ৪শ লিটার চোলাই মদ, নগদ রুপি ও একটি গাড়িসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে আগরতলার আমতলী মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) অজয় কুমার দাস নিজ কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে পুলিশ থানার অন্তর্গত ভট্টপুকুর এলাকায় অর্জুন দেবনাথের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ৪শ লিটার চোলাই মদ, নগদ ৭৫ হাজার রুপি ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়িসহ তিনজনকে আটক করা হয়। আটককৃত মাদক বিক্রেতারা হলেন- অর্জুন দেবনাথ (২৬), দারিং কাইপেং (২৩) ও জওহর লাল কাইপেং (২৫)।

এসডিপিও আরও জানান, জব্দ হওয়া রুপি মাদক ব্যবসার কাজে লাগাতো বলে আটক অর্জুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।