ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগর গাছকে ভিত্তি করে ত্রিপুরায় কুটির শিল্প গড়ে উঠবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
আগর গাছকে ভিত্তি করে ত্রিপুরায় কুটির শিল্প গড়ে উঠবে আগর গাছের চারা রোপণ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আগর গাছ লাগানোকে ভিত্তি করে ত্রিপুরায় কুটির শিল্প গড়ে উঠবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) আগরতলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, মৎসমন্ত্রী এনসি দেববর্মা, মুখ্যসচিব সঞ্জীব রঞ্জনসহ বন দফতরের কর্মকর্তারা।

মুখ্যমন্ত্রী আগরতলার বিধানসভা ভবনের পাশে একটি আগর গাছের চারা রোপণ করেন।

গাছের চারা লাগানোর পর মুখ্যমন্ত্রী বলেন, ভারতে গাছের পূজার রীতি প্রাচীন যুগ যুগ ধরে চলে আসছে প্রথা হিসেবে। এর ইতিহাস কেউ বলতে পারে না। এখন সারা বিশ্বেও হচ্ছে। এ পরম্পরাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তাছাড়া গাছ লাগালে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। রাজ্যে উত্তর জেলায় প্রচুর আগর গাছ ভালো জন্মায়। বন দফতরে এ গাছের চাষ আরো বাড়বে। ফলে কুটির শিল্প স্থাপিত ও রফতানি করে রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি হবে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।