ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ২১শ’ কেজি গাঁজা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
ত্রিপুরায় ২১শ’ কেজি গাঁজা জব্দ জব্দ করা গাঁজা

আগরতলা: ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার পানিসাগর মহকুমা থেকে ২১শ’ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর থানার ৪৪ নম্বর জাতীয় সড়কে গাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ।

এসময় একটি পেট্রোল ট্যাঙ্কারকে পুলিশ দাঁড়াতে বলে। কিন্তু ট্যাঙ্কারটি দ্রুত বেগে পালিয়ে যায়। পুলিশ গাড়ি নিয়ে ধাওয়া করে ট্যাঙ্কারটিকে আটক করতে সক্ষম হয়। এসময় তল্লাশি চালিয়ে তিনটি ওয়েল চেম্বার থেকে মোট ২১শ' কেজি গাঁজা জব্দ করা হয়।  

শুক্রবার (৭ সেপ্টেম্বর) ধর্মনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেনীমাধব দেব সংবাদ সম্মেলনে জানান, জব্দ করা গাঁজার মূল্য ২ কোটি ১০ লাখ রুপি। তবে ট্যাঙ্কার চালক বা সহকারী কাউকে পুলিশ আটক করা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ৭ সেপ্টেম্বর, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।