ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় দুর্বৃত্তদের হাতে বামফ্রন্ট কর্মী জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, সেপ্টেম্বর ৭, ২০১৮
ত্রিপুরায় দুর্বৃত্তদের হাতে বামফ্রন্ট কর্মী জখম হাসপাতালে ভর্তি প্রবীর দেব

আগরতলা: বাজার করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে জখম হয়েছেন প্রবীর দেব নামে বামফ্রন্ট সমর্থিত শ্রমিক সংগঠন সিআইটিইউ'র এক সদস্য। 

তার বাড়ি ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার মোহনপুর এলাকায়। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

বর্তমানে তিনি আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি আছেন।  

শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে দেখতে ট্রমা সেন্টারে যান সিপিআই (এম) দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর।  

হাসপাতালে তিনি সংবাদমাধ্যমকে জানান বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় বাজারে দুর্বৃত্তরা প্রবীরের উপর চড়াও হয়। তারা মাথায় আঘাত করে জখম করে।
 
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ৭ সেপ্টেম্বর, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।