ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

স্বাস্থ্য দফতরে নতুন সরকারের সাফল্য তুলে ধরলেন মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
স্বাস্থ্য দফতরে নতুন সরকারের সাফল্য তুলে ধরলেন মন্ত্রী সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল গোবিন্দ ভল্লব পন্থ হাসপাতালে ইউরোলজি ও প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্বোধন করা হবে আগামী ১৯ সেপ্টেম্বর।

রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাকরণের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন এ তথ্য জানান ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ।

পাশাপাশি তিনি এদিন বিজেপি-আইপিএফটি জোট সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে স্বাস্থ্য দফতরের সাফল্য তুলে ধরেন।

তিনি জানান, অন্তর্বিভাগে চিকিৎসাধীন সব রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা শুরু হয়েছে। জেনেরিক ওষুধ প্রেসক্রিপশন করা হচ্ছে। আগরতলার নরসিংগড়স্থিত আধুনিক মানসিক হাসপাতালে একটি নেশামুক্তি কেন্দ্র স্থাপন করা হবে।

মন্ত্রী জানান, রাজধানীর আরও একটি রেফারেল হাসপাতালের আইজিএমে ইকো কার্ডিওগ্রাফ মেশিন স্থাপন করা হয়েছে। কিছুদিনের মধ্যে সিটি স্ক্যান মেশিন স্থাপন করা হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে দফতরের অন্তর্গত চারটি ডিরেক্টরেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।