ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে মদ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে মদ জব্দ .

আগরতলা: ত্রিপুরায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২০ লিটার চোলাই মদ ও ১১৫ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ এবং ৩১০ ক্যান বিয়ার জব্দ করেছে পুলিশ।

সোমবার (১৫ অক্টোবর) রাজ্যের অশ্বিনী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

পশ্চিম জেলার আমতলী মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) অজয় দাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ অক্টোবর) রাতে রাজ্যের অশ্বিনী মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩২০ লিটার চোলাই মদ ও ১১৫ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ জব্দ করা হয়।

এছাড়া অশ্বিনী মার্কেট এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩১০ ক্যান বিয়ারসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান এসডিপিও অজয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।