ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় জাতীয় পুলিশ দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
ত্রিপুরায় জাতীয় পুলিশ দিবস পালিত .

আগরতলা: ত্রিপুরায় জাতীয় পুলিশ দিবস পালিত হয়েছে। রোববার (২১ অক্টোবর) দিবসটি উপলক্ষে আগরতলার এডি নগর এলাকার শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এ সময় ত্রিপুরা পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা, সহকারী পুলিশ মহানির্দেশক রাজীব সিংসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিপ্লব দেব বলেন, যেসব পুলিশ সদস্য ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের সুরক্ষার জন্য শহীদ হয়েছেন তাদের কাছে রাজ্যবাসী কৃতজ্ঞ।

তাদের পরিবারের পাশে রাজ্য সরকার সব সময় থাকবে।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।