ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

২ মাসে ত্রিপুরায় ২৬ জনের অস্বাভাবিক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
২ মাসে ত্রিপুরায় ২৬ জনের অস্বাভাবিক মৃত্যু সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকারের আমলে গত দুই মাসে ২৬ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আগরতলার মেলারমাঠ এলাকার সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর।

সংবাদ সম্মেলনে বিজন ধর বলেন, ত্রিপুরা রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকারের সময় সাত মাসে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে।

গত দুই মাসে খুন হয়েছেন ১৫ জন, অস্বাভাবিক মৃত্যু হয়েছে ১১ জনের। এদের মধ্যে ১১ নারীসহ মোট নিহতের সংখ্যা ২৬ জন।  

তিনি আরো বলেন, নতুন সরকারের আমলে নারী সংক্রান্ত অপরাধ আর ধর্ষণের মতো ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এছাড়া ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও পূরণ করতে ব্যর্থ হয়েছে ।

এসময় নতুন সরকারের আমলে দুই সাংবাদিকের ওপর আক্রমণ হয়েছে উল্লেখ করে এ ঘটনার জন্য সরকারকে নিন্দা জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এসসিএন/এপি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।