ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

পঞ্চায়েতে বসলো আইপিএফটি-সিপিআই জোট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
পঞ্চায়েতে বসলো আইপিএফটি-সিপিআই জোট পঞ্চায়েতে বসলো আইপিএফটি-সিপিআই জোট। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি ও আইপিএফটি দল জোট হয়ে ২৫ বছরের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে। কিন্তু আশ্চর্যজনকভাবে এ সরকারের সাত মাস হতে না হতেই এবার ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত জিরানীয়া ব্লক পঞ্চায়েত সমিতিতে প্রধান বিরোধীদল সিপিআই’র (এম) সঙ্গে জোট করে ক্ষমতায় বসলো আইপিএফটি।

জিরানীয়া পঞ্চায়েত সমিতিতে মোট ৯টি আসন রয়েছে। এর মধ্যে সিপিআই (এম) দলের দখলে রয়েছে ৪টি আসন, আইপিএফটি’র দখলে রয়েছে ৩টি আসন এবং বিজেপি’র দখলে রয়েছে ২টি আসন।

সিপিআই (এম) ও আইপিএফটি জোট করে পঞ্চায়েত সমিতির ক্ষমতায় বসেছে। শুক্রবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে পঞ্চায়েত সমিতির সদস্যরা শপথ নেন।

এ বিষয়ে শনিবার (২৭ অক্টোবর) দুপুরে বিজেপি’র পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সভাপতি নীলমণি দেবকে জিজ্ঞাসা করা হলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। তিনি কিছু দিন পর আইপিএফটি দল বিজেপি’র সঙ্গে চলে আসবেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।