ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার পুলিশের হাতে গ্রেফতার মোটরসাইকেল চোর। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আগরতলার রেন্টার্স কলোনি এলাকায় অভিযান চালিয়ে দু্’টি চোরাই মোটরসাইকেলসহ অসীম লোধ নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ সাহা।   

দেবাশীষ সাহা বলেন, শনিবার (২৭ অক্টোবর) রাতে আগরতলার বিভিন্ন স্থান থেকে চারটি মোটরসাইকেল চুরির হয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

ওই অভিযোগের ভিত্তিতে রোববার (২৮ অক্টোবর) রাতে রাজধানীর রেন্টার্স কলোনি এলাকায় অভিযান চালিয়ে দু’টি মোটরসাইলেকসহ অসীম লোধ নামে চোর চক্রের এক সদস্যকে করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।