ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় সহকারী হাইকমিশনের বাউল উৎসব রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
আগরতলায় সহকারী হাইকমিশনের বাউল উৎসব রোববার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন (ফাইল ফটো)

আগরতলা (ত্রিপুরা): প্রতিবছরের ন্যায় এ বছরও বাউল উৎসবের আয়োজন করেছে আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন। আগামী রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ উৎসব অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাজধানীর কুঞ্জবন এলাকায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সহকারী হাইকমিশনার মো. সেখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতিমান বাউল শিল্পীরা অংশ নিয়ে বাউল সম্রাট খ্যাত ফকির লালন, শাহ আবদুল করিম, হাসন রাজাসহ বাংলার খ্যাতিমান লোক গায়কদের গান পরিবেশন করবেন।

সংবাদ সম্মেলনে মিশনের প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া, দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।